ডিজিটাল মার্কেটিং কি? ডিজিটাল মার্কেটিং এর খুঁটিনাটি

 

ডিজিটাল মার্কেটিং কি? ডিজিটাল মার্কেটিং এর খুঁটিনাটি

ডিজিটাল মার্কেটিং এর যে বিষয়গুলি রপ্ত করতে হবে তা শুরু থেকে শেষ পর্যন্ত সিলেবাসের মতো করে তুলে ধরছি এই সিলেবাস অনুসরণ করে এবং সিলাবাস অনুযায়ী গুগল, ইউটিউবে সার্চ দিয়ে সহজে ডিজিটাল মার্কেটিং শিখতে পারবেন

 ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো শাখা রয়েছে তার মধ্যে মৌলিক ১০ টা শাখার বিষয়গুলো রপ্ত করতে পারলে আশা করি ভালো কিছু করা যাবে




ডিজিটাল মার্কেটিং কি? ডিজিটাল মার্কেটিং এর খুঁটিনাটি

      1.    Digital Marketing Foundation

      2.    Components of Digital Marketing

      3.    Facebook Marketing Tools( Organic)

      4.    Google Marketing Tools( Organic)

5.   Facebook Ads

6.   Google Ads

7.   Monetization Through Google, Facebook & YouTube

8.   Content Marketing

9.   SEO (Search Engine Optimization)

 10. Email Marketing

Digital Marketing Foundation

 এখানে ডিজিটাল মার্কেটিং এর বেসিক বিষয়গুলো জানতে পারবেন যা যা জানতে হবে-

 ডিজিটাল মার্কেটিং বেসিক

 মার্কেটিং টুল

 কাস্টমার সাইকোলজি

 ডিজিটাল মার্কেটিং চ্যানেল

 ডিজিটাল মার্কেটিং স্ট্রাটেজি

 মার্কেটিং জরগানসমূহ

Components of Digital Marketing

 এখানে কন্টেন্ট রাইটিং ভিজ্যুয়াল সম্পর্কে জানতে পারবেন যা যা জানতে হবে-

 কন্টেন্ট প্ল্যানিং

 ভিজ্যুয়াল কন্টেন্ট মেকিং

 কন্টেন্ট রাইটিং

 কন্টেন্ট ডিস্ট্রিবিউশন প্রমোশন

 ইম্পেক্ট ম্যাজারমেন্ট অ্যান্ড অপ্টিমাইজেসন

 Facebook Marketing Tools( Organic)

 এখানে অর্গানিকভাবে অর্থাৎ টাকা ছাড়া কিভাবে ফেসবুক মার্কেটিং করতে পারবেন সে বিষয়ে জানতে পারবেন যা যা জানতে হবে-

 ফেসবুক পেইজ

 ক্রিয়েটর স্টুডিও

 ফেসবুক ইনসাইট

 ফেসবুক গ্রুপ

 ফেসবুক বিজনেস ম্যানেজার

 ফেসবুক পিক্সেল

 মেসেঞ্জার

 ফেসবুক ফ্রেম স্টুডিও

 অন্যান্য গুরুত্বপূর্ণ ফেসবুক টুল

 কিছু গুরুত্বপূর্ণ ট্রিক্স

 Google Marketing Tools( Organic)

 এখানে অর্গানিকভাবে অর্থাৎ টাকা ছাড়া কিভাবে গুগল মার্কেটিং করতে পারবেন সে বিষয়ে জানতে পারবেন যা যা জানতে হবে-

 গুগল কীভাবে কাজ করে

 গুগল মাই বিজনেস

 গুগল ম্যাপ

 গুগল এনালাইটিক্স

 গুগল ট্যাগ ম্যানেজার

 ক্যাম্পেইন ইউআরএল বিল্ডার

 গুগল ডাটা স্টুডিও

 থিংক উইথ গুগল

 গুগল ফায়ারবেজ

 ইউটিউব মার্কেটিং

 ফেসবুক এডস

 এখানে টাকা দিয়ে কিভাবে ফেসবুক মার্কেটিং করতে পারবেন সে বিষয়ে জানতে পারবেন যা যা জানতে হবে-

 ফেসবুক এড এর সাধারণ বিষয়গুলো

 এড অ্যাকাউন্ট সেটআপ নেবিগেশন

 ক্যাম্পেইন লেভেল নেবিগেশন

 এড সেট লেভেল নেবিগেশন

 এড লেভেল নেবিগেশন

 ফেসবুক এড ক্রিয়েশন

 এড ইডিটিং

 এড বিলিং পেমেন্ট

 ফেসবুক পিক্সেল

 অডিয়েন্স ম্যানেজার

 ফেসবুক ইভেন্ট ম্যানেজার

 অন্যান্য

 গুগল এডস

 এখানে টাকা দিয়ে কিভাবে গুগল মার্কেটিং করতে পারবেন সে বিষয়ে জানতে পারবেন যা যা জানতে হবে-

 ফেসবুক এড এর সাধারণ বিষয়গুলো

 গুগল এডস অ্যাকাউন্ট সেটআপ নেবিগেশন

সেটিং আপ গুগল এডস

 বিলিং অ্যান্ড পেমেন্ট ম্যাথড

 কি- ওয়ার্ড প্ল্যানিং

 গুগল এডস অডিয়েন্স ম্যানেজার

 গুগল ডিসপ্লে এড ক্যাম্পেইন

 গুগল ভিডিও এড ক্যাম্পেইন

 গুগল সার্চ এড ক্যাম্পেইন

 গুগল এপ এড ক্যাম্পেইন

 রিমার্কেটিং

 অন্যান্য

SEO (Search Engine Optimization)

 এখানে অর্গানিকভাবে অর্থাৎ টাকা ছাড়া কিভাবে এসইও মার্কেটিং করতে পারবেন সে বিষয়ে জানতে পারবেন যা যা জানতে হবে-

 এসইও বেসিক

 অন পেজ এসইও

 অফ পেজ এসইও

 টেকনিক্যাল এসইও

 লোকাল এসইও

 এখন আমার দেয়া সিলেবাস দেখে দেখে উপরোক্ত টপিকগুলো গুগলে ইউটিউবে সার্চ দিয়ে দিয়ে ফ্রি- তে শিখে নিতে পারবেন ডিজিটাল মার্কেটিং একদম যা যা লাগবে সবকিছু এই লেখায় তুলে ধরলাম

 আর যদি টাকা দিয়ে কোর্স করে শিখতে চান তাহলে আমি দুইটা সোর্সের কথা বলতে পারি আমার যেহেতু ডিজিটাল মার্কেটিং রিলেটেড অনেক কোর্স করা আছে সেহেতু সঠিক গাইডলাইন দিতে পারব

 

 1. Career Track Program A Complete Digital Marketing Course- Bohubrihi

 যদি একদম বেসিক থেকে ডিজিটাল মার্কেটিং এর খুঁটিনাটি শিখতে চান তাহলে বহুব্রীহি থেকে শিখতে পারেন অনেক ভালো একটা কোর্স প্রিয়ম ভাইয়া একদম বিস্তারিত সবকিছু সুন্দর করে শিখাইছে আমি কমপ্লিট করেছি তাই বলতে পারছি

 বহুব্রীহির ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার ট্র্যাক প্রোগ্রাম একক কোনো কোর্স নয় বরং ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন কোর্স কন্টেন্ট মডিউলকে এক জায়গায় গোছানো অবস্থায় পাবেন আপনি ভর্তি হবার বছর পর্যন্ত কন্টেন্ট দেখার সুযোগ থাকায় চ্যালেঞ্জিং ইন্ডাস্ট্রির দরকারি সব দক্ষতা অর্জন করে নিজেকে আপডেটেড রাখতে পারবেন

 যদি থিওরি ভাল করে শিখতে চান তাহলে Bohubrihi থেকে শিখতে পারেন

 বহুব্রীহি কমপ্লিট ডিজিটাল মার্কেটিং কোর্স থেকে যা যা শিখতে পারবেন-  

 

·       Digital Marketing Foundation

·       Components of Digital Marketing

·       Facebook Marketing Tools (Organic)

·       Google Marketing Tools (Organic)

·       Facebook Ads

·       Google Ads

·       Discover More Social Platforms

·       Monetization Through Google, Facebook & YouTube

·       Content Marketing

·       SEO (Search Engine Optimization)

·       Email Marketing

·       Moving Forward

 

 2. The Academy- Khalid Farhan( 2)

 আর যদি এসইও, ওয়েভসাইটের খুঁটিনাটি, ডিজিটাল মার্কেটিং এর অন্যান্য বিষয়গুলো খুব ভালোভাবে বিস্তারিত শিখতে চান তাহলে খালিদ ফারহান ভাইয়ের দ্য একাডেমি সবচেয়ে ভালো হবে এই কোর্সটাও আমি করেছি

 খালিদ ফারহান Udemy এর একজন প্রশিক্ষক, Udemy তে তার তার চারটা কোর্স রয়েছে Upwork- একজন টপ রেটেড ফ্রিল্যান্সার ছিলেন( বর্তমানে ফ্রিল্যান্সিং করেন না) তার মাসিক ইনকাম2.5 কোটি( বিশ্বাস না করলে যাচাই করে দেখতে পারেন)

 একজন নামকরা উদ্যোক্তা, ইউটিউবার, ডিজিটাল মার্কেটিং সিও স্পেশালিস্ট, অ্যাফিলিয়েট মার্কেটার, পোডকাস্টার বলতে গেলে সবক্ষেত্রে তিনি একজন সফল উদ্যোক্তা, ব্যাক্তি ভাইয়া অনেক বই পড়ে এজন্য ভাইয়াকে আমার খুব ভাল্লাগে

 The Academy কোর্স থেকে আপনি যা যা শিখতে পারবেন-

v Google Ad Management

v FB & Instagram Ad Management

v Search Engine Optimization / SEO

v Graphic Design

v Creating a Website With WordPress

v Designing Websites With Elementor

v Starting a Content Heavy Business With a Website

v Starting a Lead Gen Business With a Website

v Became an Elementor Expert

 এছাড়া Zero & Quickbooks, Youtube, IELTS সহ আরো অনেক কোর্স ভাইয়ের পরিকল্পনায় আছে যা পরবর্তীতে কোর্সের ড্যাশবোর্ডে যুক্ত করা হবে

 সারাজীবনের জন্য এক্সেস পাবেন এবং ভাই যতদিন বেঁচে থেকে ততদিন পর্যন্ত যুগের সাথে, টেকনোলজির সাথে আপডেটেড রাখার জন্য নতুন নতুন কোর্স যুক্ত করা হবে, পুরাতন কোর্স আপডেট করা হবে

 বলতে গেলে সারাজীবনের জন্য একজন ভালো মানের, মনের, বইপোকা, সফল ব্যাক্তির সংস্পর্শে থেকে তার মেন্টরিং এর মাধ্যমে একজন সফল ডিজিটাল মার্কেটার হতে পারবেন

 

 এখন ডিসিশন আপনার আগে ভালোভাবে যাচাই করুন, তারপর কোর্সে এনরোল করবেন কিনা সেটা একান্ত আপনার মর্জি তবে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি এই কোর্সকে ডিজিটাল মার্কেটিং এর জন্য সবচেয়ে ভাল কোর্স বলব

 আমার ২০২২ হলো ডিজিটাল মার্কেটিং শেখার বছর দেশি- বিদেশি মিলিয়ে টা কোর্স করেছি ডিজিটাল মার্কেটিং এর উপর তার মধ্যে ফেসবুক থেকে টা মোট ১০ টা কোর্স করার ইচ্ছে আছে

 

 ২০২3 থেকে পুরোপুরি প্রোগ্রামিং শেখার পিছনে সময় দিব

 আমি কিন্তু এত কিছু টাকা কামানোর জন্য শিখছি না জানার আগ্রহ আছে এজন্য শিখছি কৌতূহল থেকে শিখছি দেখেই ভালোভাবে শিখতে পারছি আর টাকাও কিন্তু মাসআল্লাহ ভালো আসছে আর আমার ইচ্ছা উদ্যোক্তা হওয়ার

 সবকিছুর শেখার গোড়ায় যেনো কৌতূহল টা থাকে, কৌতূহল আর আগ্রহ নিয়ে শিখলে টাকা এমনিতেই ধরা দিবে আর নেহাতই যদি টাকা কামানো আসল উদ্দেশ্য থাকে তাহলে আপনার শেখা হবে না যখন আপনি কাজকে ভালোবাসতে পারবেন তখনই কাজ আপনাকে আনন্দ দিবে আর আনন্দ পেলে কাজ যেমন ভালোভাবে শিখতে পারবেন তেমনি টাকাও আপনার কাছে এমনিতেই ধরা দিবে

 যদি টাকা দিয়ে শিখতে চান তাহলে উপরের দুইটা কোর্স থেকে যেকোনো একটা কোর্স দিয়ে আপনার ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার শুরু করতে পারেন আর হ্যাঁ, ফ্রিল্যান্সিং কিংবা জব নয়, উদ্যোক্তা হওয়ার মানসিকতা নিয়ে ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার শুরু করবেন

 সফলতার শর্টকার্ট কোনো রাস্তা নেই, এক পা এক পা করে এগিয়ে যাবেন চূড়ান্ত গন্তব্যে আমার স্বল্প জ্ঞানের আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার চেষ্টা করব

Post a Comment

Previous Post Next Post

Comments system