Blogger এ বা যেকোন হোস্টিং এ বানান ইমেইল স্পুফিং সাইট ।

Blogger এ বা যেকোন হোস্টিং এ বানান ইমেইল স্পুফিং সাইট

অনেক দিন আগেই বলেছি আপনাদের ইমেইল স্পুফিং এর একটি স্ক্রিপ্ট দিব, কিন্তু সময়ের কারনে যা করা সম্ভব হয়ে উঠছে না।Blogger এ বা যেকোন হোস্টিং এ বানান ইমেইল স্পুফিং সাইট.

তাই আজকে খানিকটা সময় নিয়ে অবশেষে লিখেই ফেললাম।তাই আশা করি আপনাদের ভালো লাগবে। এবং পুরো পোস্ট ভালো করে পড়ুন।
প্রথমে আপনাকে ইমেইন স্পুফিং এর স্ক্রিপ্ট ডাউনলোড করে নিতে হবে।

স্ক্রিপ্ট ডাউনলোড করুন

এবার আপনি ডাউনলোড করা ফাইলটি যেকোনো টেক্সট এডিটর এ চালু করে স্ক্রিপ্ট টা কপি করে নিন।

স্ক্রিপ্ট যেহেতু জাভাস্ক্রিপ্ট, তাই যেকোনো ফ্রি হোস্টিং বা ব্লগারেও বানানো সম্ভব। তাই আমি ব্লগারে বানিয়ে দেখাচ্ছি। ব্লগারে বানানোর জন্য আমাকে Layout অপশন থেকে HTML/JAVASCRIPT অপশন বাছাই করে সেখানে কপি করা স্ক্রিপ্ট পেস্ট করে সেভ করে দিতে হবে।

ব্যাস সেইভ করার পর আমি আমার ব্লগার সাইটে গেলাম।এবং এমন একটি ইন্টারফেইস পাবেন।

এবার এখানে আপনি যেই নাম থেকে মেইল করবেন সেই নাম, সাবজেক্ট, from, to তে টার্গেট মেইল ঠিকানা বসিয়ে Submit বাটনে ক্লিক করুন।

দেখুন সাথে সাথেই আমার মেইল চলে এসেছে।

এবং দেখুন সকল তথ্য ঠিক ভাবে এসেছে। এবং কোনো স্পামিং ও হয় নি।

ফ্রিবেসিক্স ব্যবহারকারীদের জন্য আনলিমিটেড ব্রাউজিং অফার

আসলে এই অফার চালুর পিছনে আপনাদেরই অবদান।যখন আমি ফ্রিবেসিক্স এ কিভাবে ফ্রিতে ব্রাউজিং সাইট বানাবেন ওই স্ক্রিপ্ট এর পোস্ট দেই তখন অনেকেই আমাকে মেইল এবং ফেইসবুকে কন্টাক্ট করেন। অনেকে চান ব্রাউজিং এর একটা একাউন্ট দিতে। আর এখন সরকার ডাটার দাম বাড়িয়ে দেওয়ার জন্যই বিশেষভাবে এই প্যাকেজ চালু করতে হয়েছে।
তাইবাপনাদের কথা মাথায় রেখে যাতে যাদের বিশেষ দরকারি বিভিন্ন সাইট ব্রাউজ করতে হয় তাদের জন্য একটি মানসম্মত দামে দিচ্ছি ব্রাউজিং সুবিধা।শুধু মাত্র ১০ জিন নিব তাই আপনাদের ব্রাউজিং এর সমস্যা হবে না
ব্যবহারকারী ১০ জন হয়ে গেলে এই পোস্ট আপডেট করে জানিয়ে দিব।

প্যাকেজ সমূহ



১. ট্রায়াল প্যাকেজ – ৪০ টাকা(মেয়াদঃ১৫ দিন, আনলিমিটেড ব্রাউজিং)

২. মাসিক প্যাকেজ – ৭৫ টাকা(মেয়াদঃ৩০ দিন, আনলিমিটেড ব্রাউজিং)

৩. প্রো প্যাকেজ – ১৪০ টাকা(মেয়াদঃ৬০ দিন, আনলিমিটেড ব্রাউজিং)

৪. ডাউনলোড প্যাকেজ – যেই দশ জন প্রো প্যাকেজ ৬০ দিনের জন্য কিনবেন প্রতি মাসে তাদের থেকে ৫ জন, প্রতিজন ১ দিন করে ৫ জিবি করে ফ্রি ডাউনলোড করতে পারবেন।
আশা করি যাদের একান্ত দরকারি তারাই আমাকে ইনবক্স করবেন। কারন এখন করোনা আপডেট জানা সহ অনেক সাইট ব্রাউজ দরকার।তাই আশা করি আপনাদের ভালোই লাগবে।
তাছাড়া ইমেইল স্পুফিং সাইট কে কে বানিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং এটি কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না।

2 Comments

  1. নতুন নতুন টেকনোলজি ব্লগ পেতে আমাদের সাথেই থাকুন
    banglatech24

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post

Comments system