CPA marketing কি | সিপিএ মার্কেটিং কৌশল

 

 CPA marketing কি | সিপিএ মার্কেটিং কৌশল

আমি বরাবরই অনলাইন ইনকামের বিভিন্ন ব্যাপার নিয়ে সর্বদা রিসার্চ করে থাকি সেইরকমই হটাৎ করে একদিন CPA Marketing নিয়ে একটা জিনিস সামনে এলো

CPA marketing কি | সিপিএ মার্কেটিং কৌশল


দেখলাম একটা ছেলে একটা দামি গাড়ি কিনে ফেলেছে এবং সে তার online earning শেয়ার করেছে ব্লগারদের বরাবরের স্বভাব ছোট কিছু নিয়ে বিশদে জানা


যা দেখে আমার স্বভাব মতো বসে গেলাম পুরো ব্যাপারটা নিয়ে জানতে


ভালো মতো সময় নিয়ে অনেক cpa marketing tutorial দেখে এবং বিভিন্ন cpa marketing book থেকে রিসার্চ করলাম এবং রিসার্চ করার সাথে নিজের অভিজ্ঞতার বাস্তবতাটাকে মিশিয়ে এই cpa marketing কি পুরো বিষয়টাকে বাগে আনলাম


নিজের অভিজ্ঞতার ব্যাপারটা implement করা জরুরী কারন এই online income এর ক্ষেত্রে মিথ্যে earning এর অভাব নেই, তাই সত্যি ব্যাপারটা যাচাই করে নেওয়া দরকার এবং রিসার্চ করে আমি এটুকু বুঝেছি এই cpa marketing অনেক বেশি potential রয়েছে online income করার কেন বলছি এই কথাটা, আপনি পুরো আর্টিকেলটা পড়েই realize করবেন


বিভিন্ন top cpa networks থেকে খুবই ইনকাম করা যায় কিন্তু অনেক লোক অসফল হয়ে গিয়ে মিথ্যে ছড়াচ্ছে, তার কারন তারা সঠিক জায়গায় সঠিক কাজটি করেনি, তাই অসফল হয়ে যাচ্ছে


আমি এই CPA Marketing Bangla আর্টিকেলটি লিখছি কারন cpa marketing bangla tutorial খুবই কম রয়েছে আর যেগুলো রয়েছে শুধু মাত্র theoryতেই রয়ে গেছে আমাদের practical life- cpa marketing কি ভাবে কি কাজ করে নিয়ে bangla tutorial খুবই বেশি নেই


এবার চলে আসি মুল আর্টিকেলে,

lwptoc skipHeadingText = ” * Related *| * 
Share this * ”)


সিপিএ মার্কেটিং কি( CPA marketing bangla)
CPA
এই কথাটার পুরো মানে ” cost per action ” যার মানে হলপ্রতিটার কাজের জন্য টাকা এখানে কেউ একটা কিছু কাজ করবে তার বিনিময়ে আপনি কিছু টাকা পাবেন


এবার আপনার মনে প্রশ্ন আসবে কে কি কাজ করবে? আপনার বোঝার সুবিধার জন্য ধরে নিন কেউ ‘ online data entry job ‘ বা ‘ online captcha entry job ‘ সার্চ করেছে গুগলে তার মানে সে অনলাইনে যে ডাটা এঞ্জ জব গুলো হয় সেগুলো করতে চায়ছে এখন যদি সে আপনার ওয়েবসাইটটি খুঁজে পেয়ে সেখানে ফর্ম ফিল আপ করল বা রেজিস্ট্রেশন করল এখন ওই রেজিস্ট্রেশন এর জন্য আপনি যদি এক একটি রেজিস্ট্রেশনে২. থেকে ডলার পান তাহলে ভাবুন ইনকাম কত হতে পারে


এখন আপনার মনে আসছে কিভাবে কি কাজ করছে এত টাকা ইনকাম হচ্ছে কিভাবে? আদৌ কি সত্যি ইনকাম হচ্ছে?
আপনি পুরো ব্যাপারটায় জানতে পারবেন তার আগে এর আসল সুবিধা বা প্লাস পয়েন্ট কি সেটা জেনে নিই CPA মার্কেটিং কেন করা দরকার


CPA মার্কেটিং কেন করবেন?
. ইনকাম করার চান্স বেশি
এই CPA মার্কেটিং করে ইনকামের চান্সটা অনেক বেশি কারন এখানে need and supply কাজ করছে কারন যে online data entry job করতে চাইছে সেটা তার নিজের need বা প্রয়োজনে ফর্ম ফিলাপ করবে আপনাকে জোর করে কিছু করাতে হবেনা আপনি সহজে টাকা পাবেন অতিরিক্ত পরিশ্রম ছাড়ায় কারন আপনি suppliers হিসাবে কাজ করছেন


. CPA marketing Affiliate programs
CPA marketing
নিয়ে কাজ করার আরও বড় কারন, CPA marketing website list যদি আপনি চেক করেন বুঝতে পারবেন, CPA Affiliate Networks ছাড়াও বিভিন্ন Mobile CPA Affiliate Networks( অর্থাৎ সেগুলো কিনা স্পেশালই মোবাইলের জন্য কাজ করে) এর CPA Affiliate Programs জয়েন করে CPA Affiliate Offers গুলো promote করে ভালো টাকা ইনকাম করতে পারবেন


Top cpa Affiliate networks 
হিসাবে CPA Lead Affiliate Networks, Click Dealer, PerformCB, Maxbounty অনেক ভালো ভালো টাকা দেয় তাদের CPA Affiliate offers গুলোতে কারন, এগুলো সব বিদেশি কোম্পানি এখানে আপনাকে দিচ্ছে যেমন, তারাও কিন্তু কোনো না কোনো ভাবে যে কোম্পানির অফার আপনি প্রোমোট করছেন তাদের থেকে ইনকাম করছে


3. Fully Automated ঝামেলা বিহীন
এখানে সবচেয়ে বড় কথা আপনাকে কোনো product প্রোমোট করার কোনো ঝামেলাই নেই কারন এখানে সবই ডিজিটাল অফার, আর বার বার কাজ করার দরকার নেই একবার কাজ করবেন সেখান থেকে লাভ পাবেন বার বার


CPA মার্কেটিং কারা করতে পারবে?
CPA marketing
করতে কোনও যোগ্যতায় লাগেনা কারন আপনি কোন জিনিসটা কিভাবে কাজ করে জানলেই হবে এমন কোথাও বলা নেই আপনাকে নির্দিষ্ট কোন যোগ্যতা লাগবে

আপনাকে অনলাইন আয় সম্পর্কে ধারনা থাকতে হবে

ধৈর্য ধরে নিয়মিত কাজ করতে হবে

সিপিএ মার্কেটিং করতে কি কি লাগে?

আপনার যদি একটি ল্যাপটপ বা কম্পিউটার থাকে খুব ভালো হয় কারন এতে অনেকটায় সুবিধা হয় আপনি চাইলে মোবাইল দিয়েও করতে পারবেন শুধু কোন কোন জায়গায় ল্যাপটপ দরকার আপনাকে জানতে হবে যেমন ধরুনআপনি যদি অফার প্রোমোট করার জন্য পেজ বা ওয়েবসাইট বানান তখন ল্যাপটপ বা কম্পিউটারের দরকার রয়েছে

আপনার যদি কোনো ধরনের থাকে ল্যাপটপ বা কম্পিউটার থাকে কাজ চলে যাবে ভালো স্পেসিফিকেশন থাকার প্রয়োজন নেই

আপনার একটি ন্যূনতম ইন্টারনেট যোগাযোগ থাকা প্রয়োজন রয়েছে


CPA Affiliate marketing websites কিভাবে কাজ করে?
আজকের দিনে সবচেয়ে দামি জিনিস যদি কিছু হয় তো সেটা আপনার ডাটা, এটা নিশ্চয় আপনিও জানেন


একটা কোম্পানির কাছে যদি information থাকে যে আপনি কি খেতে ভালবাসেন, কি পছন্দ করেন, কি কি সার্চ করেন সেগুলো ব্যবহার করে সে বহু টাকা ইনকাম করে নেবে


ধরুন একটি কোম্পানির কাছে আপনি কি করতে ভালবাসেন information রয়েছে এখন কি করবে ওই related তাদের জিনিসগুলো কেনার জন্য আপনাকে বারবার email করবে এবং আপনি কিনলেই তাদের লাভ
সুতরাং তাদের দরকার আপনার email, phone number এগুলো আর এগুলো একবার পেলেই তারা সারাজীবন আপনাকে টার্গেট করবে
সুতরাং এগুলো জোগাড় করার পিছনে তারা ভালো টাকা খরচ করে প্রথম অবস্থায়


এখন ওই কোম্পানি ধরে নিন, এমন কিছু জনের মেল চাইছে যারা online job করার ব্যাপারে আগ্রহী, সুতরাং তারা কি করবে একটি CPA Affiliate networks এর কাছে যাবে


যেমন ধরুন – CPA- Lead Affiliate Networks এই Affiliate networks গুলো বিভিন্ন কোম্পানির cpa offer গুলো প্রোমোট করার সুযোগ আমাদের দেয়, যেখানে বহু রকমের অফার থাকে
এখন আপনি একটি ভালো CPA marketing website join করলেন যেখানে ভালো টাকা দেয় সেখানে আপনি ভালো একটি cpa offer select করলেন এবং সেই ওয়েবসাইট থেকে আপনি একটি স্পেশাল লিঙ্ক পাবেন


এবং সেই লিঙ্কটি ক্লিক করে যতগুলো ফর্ম ফিলাপ হবে বা ইমেইল পাবেন প্রতি অফারে নির্দিষ্ট টাকা পাবেন সেটা ডলার প্রতি ক্লিক হওয়া আশ্চর্য কিছু নয়


এখানে একটা সতর্কতা অবশ্যই দিয়ে দেওয়া ভালো ধরুন আপনি নিজেই অন্য ফোন দিয়ে বা কোনোভাবে নিজেই ফর্ম ভর্তি বা অফারটি করে দিলেন নিজের লিঙ্কটা ক্লিক করে
এটা কিন্তু আপনার জন্য ক্ষতিকর হবে কারন Affiliate networks গুলো আপনাকে ধরে ফেলবে এবং তারা আপনার অ্যাকাউন্টটি পুরোপুরি সাসপেন্ড করে দেবে


Types Of CPA Offer- অফারের প্রকার
PPI – PPI মানে হল “ pay per install “. এই অফার গুলো অনেক নামে পরিচিত যেমন – Cost Per Install( CPI), Pay Per Download( PPD).
এই অফার গুলো থাকে বিভিন্ন mobile apps installgame download বা computer software install করার উপর যদি কেউ ইন্সটল করে আপনি ইনকাম করতে পারবেন
PPLএর পুরো মানে ” pay per lead ” এখানে লিড হিসাবে টাকা দেওয়া হয় যেমনইমেল দিয়ে ফর্ম ফিলাপ বা ধরুন কোনো ক্যাপচা পুরন করা এগুলোকে এক একটি লিড বলা হয়
এই ধরনের অফারে আপনাকে প্রতি লিডের টাকা দেওয়া হয়
PPSএর মানে হল ” pay per sale “ এখানে আপনি যদি কিছু বিক্রি করতে পারেন আপনি টাকা পাবেন
এখানে বিক্রি বলতে বিভিন্ন medical insurance, life insurance, antivirus প্রভৃতি বিক্রি অনুযায়ী আপনাকে টাকা দেওয়া হবে যদি আপনি বিক্রি করতে পারেন
এই ধরনের অফারগুলোতে প্রতি বিক্রিতে অনেক বেশি টাকা দেওয়া হয়
CPA marketing এর সম্পর্কিত কিছু term
মার্কেটিংয়ে কিছু টার্ম খুবই গুরুত্বপূর্ণ, চলুন জেনে নেওয়া যাক সেই সব গুরুত্বপূর্ণ CPA marketing related term গুলো নিয়ে


CPA লিড কি?

CPA Lead 
একটি খুবই ভালো নামকরা CPA Affiliate networks যেখানে বিভিন্ন রকমের CPA offer প্রোমোট করা যায়
এছাড়া শুধুমাত্রলিডবলতে বোঝায় কোনো একটি কাজ যেটি আপনি চাইছেন সেটা সম্পূর্ণ হয়া যেমন- একটি ফর্ম পুরন করা
Affiliate manager
অ্যাফিলিয়েট ম্যানেজার হল একটি CPA Affiliate networks থাকা এমন একজন সাহায্যকারী, যার কাছ থেকে আপনি প্রয়োজনীয় তথ্য পাবেন যেমন – ‘ কোন কোন অফার সবচেয়ে বেশি বিক্রি হয়বালাভ বেশি হয়এই ধরনের তথ্য জানা যায়
Traffic
ট্রাফিক বলতে বোঝায় আপনার সাইটে আসা ভিসিটরকে
Traffic Source
Traffic Source 
মানে হল কোন কোন জায়গা থেকে আপনার ভিসিটর আসছে যেমন ধরুনফেসবুক থেকে আসতে পারে, ইউটিউব, গুগল সার্চ করে আস্তে পারে
Landing page

প্রত্যেকটা অফারের জন্য CPA offer টির ব্যাপারে কাস্টমারকে বোঝাতে textimagegraphics যোগ করে একটি সুন্দর দেখতে ওয়েবপেজ বানানো যেটা দেখে ভিসিটর আপনার লিঙ্ক থেকে কেনার সম্ভবনা ৭৫ বেড়ে যায়
অনেক ক্ষেত্রে আপনি যে CPA Affiliate networks এর offer promote করছেন তারা নিজেরাই আপনাকে সুন্দর Landing page বানিয়ে দেয়
আপনাকে আলাদা করে বানানোর প্রয়োজন পড়ে না সেটি থেকেই আপনি কাজ করে ইনকাম করতে পারবেন
এছাড়া আপনি চাইলেwix.com বাsite.google থেকে free Landing page নিজের মতো বানাতে পারেন


Native ad  

Native advertising
বলতে বোঝায় আমাদের সামনে অনেক সময় info-graphics, videos, টেক্সট রুপে অ্যাড আসে যাদের নেটিভ অ্যাড বলা হয়


Advertiser
CPA Affiliate networks 
এর কাছে নিজের প্রয়োজনে অ্যাড দেয় তাদের Advertiser বলে
Affiliate Network
বিভিন্ন advertiser company থেকে অ্যাড সংগ্রহ করে এবং Publisher কে অফার দিতে এবং নির্দিষ্ট ইনকামটি আমাদের অ্যাকাউন্টে পাঠিয়ে সাহায্য করে একটি Affiliate networks বিভিন্ন ধরনের হতে পারে CPA offer নিয়ে কাজ করা Affiliate networks গুলোকে বলা হয় CPA Affiliate networks 
Publisher
Publisher
বলতে তাদের বোঝায় যারা cpa Affiliate program join করে offer promote করে ইনকাম করে থাকে


সিপিএ মার্কেটিং কৌশল
আপনি যদি জানতে চান সিপিএ মার্কেটিং কিভাবে শুরু করবেন( cpa marketing for beginners bangla) এর জন্য অনেক গুলো স্টেপ রয়েছে পরপর যেগুলো আপনাকে অনুসরণ করতে হবে


. সেরা CPA Affiliate networks জয়েন করুন

cpa marketing
শুরু করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে একটি বিশ্বস্ত প্লাটফর্ম যেখানে থেকে আপনি আপনার কাজটি করতে পারবেন
অনেক ভালো ভালো প্লাটফর্ম রয়েছে যেখান থেকে খুব ভালো ইনকাম করা যায়
কিছু গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম এর মধ্যে অন্যতম

    • • MaxBounty CPA

    • • Click Dealer CPA

    • • CPA Lead CPA

    • • Perform CB CPA

    • • Offervault CPA
প্ল্যাটফর্ম বাছার আগে জেনে নেওয়া দরকার
ওই নির্দিষ্ট ওয়েবসাইট কোন দেশের জন্য কাজ করে
তাতে মুলত কোন কোন ধরনের অফার থাকে
ওই ওয়েবসাইটের কোন নেগেটিভ রিভিউ রয়েছে কিনা
ঠিক ঠাক টাইমে পেমেন্ট দেয় কিনা


তারা Paypal, Payoneer কিসের মাধ্যমে তাদের টাকা পেমেন্ট করে
তাদের পেমেন্ট করার নির্দিষ্ট পরিমান কত অর্থাৎ ন্যূনত্বম কত টাকা পেমেন্ট করে


. সেরা অফার বাছুন
একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম এর সাথে সাথে এটা দেখা প্রয়োজন ভালো ভালো অফার কি কি রয়েছে অফার দেখে নেওয়ার সময় দেখা প্রয়োজন
কোন কোন সোর্স থেকে তারা ট্রাফিক বা ভিসিটর অনুমতি পাবে
কোন দেশের জন্য ওই অফারটি রয়েছে


অফারটির ধরন কি সেটাও দেখে নেওয়া প্রয়োজন সেটি কি pay per installpay per sale নাকি pay per lead কোন ধরনে অফার
সেই অফারের প্রাপ্য ইনকামটিও দেখে নেওয়া প্রয়োজন
সেই অফারের কনভার্সন রেট কত সেটাও দেখা দরকার
আগে যারা ওই অফার নিয়ে কাজ করছে তাদের অভিজ্ঞতা কেমন


. ল্যান্ডিং পেজ তৈরি করুন
Landing 
পেজ জিনিসটা আদতে কি সে নিয়ে আমি আগেই বলেছি এখন জেনে নিই ল্যান্ডিং পেজ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা

ল্যান্ডিং পেজটি দেখতে কেমন অর্থাৎ সেটির ডিজাইন কেমন

সেটি মোবাইলে খোলার সময় ঠিক ভাবে খুলছে কিনা, সেটি মোবাইল responsive কিনা

তাতে যে লেখা গুলো রয়েছে সেটি গ্রাহককে কতোটা আকর্ষণ করতে পারে

ল্যান্ডিং পেজে সব সময় অফারে আছে এমন গ্রাহকের বিশ্বাসযোগ্য তথ্য আকর্ষণীয় ভাবে লিখতে হবে

সেটির url ঠিক আছে কিনা

একটি ভালো স্থানে আপনার অফারের লিঙ্কটি দিন


. ওয়েবপেজ প্রোমোট করুন
আপনার ল্যান্ডিং পেজটি গ্রাহকের কাছে পৌঁছাতে অর্থাৎ আপনার পেজে ট্রাফিক আনতে আপনাকে অনেক পথ অবলম্বন করতে হবে এই পথ গুলোকে মুল দুই ভাবে ভাগ করা যায়


. ফ্রিতে বা অরগানিক পদ্ধতিতে ট্রাফিক
গুগল থেকে ট্রাফিক নিতে গেলে আপনাকে একটি ব্লগ বা ওয়েবসাইট বানিয়ে সেখান থেকে আপনাকে আপনাকে আপনার অফার প্রমোট করতে হবে
ফেসবুক থেকে আপনি দুই ভাবে ট্রাফিক নিতে পারেন

আপনার অফার অনুযায়ী একটি পেজ বানিয়ে অফারের ব্যাপারে লিখে আপনার লিঙ্কটি প্রোমোট করতে পারেন

এছাড়া আপনার অফার সম্পর্কিত ফেসবুক গ্রুপ থেকে ট্রাফিক নিতে পারবেন

এছাড়া আপনি Instagram, quora, pinterest থেকেও ভালো পরিমানে ট্রাফিক নিতে পারেন


. সিপিএ পেইড মার্কেটিং করে ট্রাফিক
টাকা দিয়ে আপনার ল্যান্ডিং পেজটি প্রচার করে আপনি ইনকাম করতে পারবেন
বর্তমানে বহু সংখ্যক মার্কেটার এই পদ্ধতিতে কাজ করছে

এর জন্য আপনাকে ফেসবুক Instagram- সাহায্য নিতে হবে

এছাড়া আপনি ইউটিউব থেকে প্রচার করে ইনকাম করতে পারবেন

সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে গুগল, বিং প্রভৃতি সার্চ ইঞ্জিনে অ্যাড দেখিয়ে সেখান থেকে ইনকাম করা

Post a Comment

Previous Post Next Post

Comments system